23546

04/29/2025 লিটন-মিরাজের ব্যাটে ফলো-অন এড়িয়ে এগোচ্ছে বাংলাদেশ

লিটন-মিরাজের ব্যাটে ফলো-অন এড়িয়ে এগোচ্ছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক:

১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩

পাকিস্তানকে অল আউট করার পর গতকাল দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে বাকি সময়টুকু ভালো ভাবেই কাটিয়ে দিতে পেরেছিলেন দুই ওপেনার। তবে আজ তৃতীয় দিনে আর পারেননি। স্কোরবোর্ডে ১০ রান নিয়ে ২৬৪ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। এরপরই হুড়মুড়িয়ে নেমে আসে বিপর্যয়, শঙ্কা জাগে ফলো-অনে পড়ারও। তবে মেহেদী মিরাজ এবং লিটন দাসের ব্যাটে সে শঙ্কা দূর করেছে টাইগাররা, এ দুজনের ব্যাটেই এখন এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

দুই টাইগার ওপেনার মিলে আজ দেখেশুনেই খেলছিলেন পাকিস্তানি বোলারদের। তবে দিনের চতুর্থ ওভারেই বিদায় নিতে হয় জাকিরকে। খুররম শেহজাদের করা বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন জাকির। এরপর ক্রিজে সাদমানের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত।

সপ্তম ওভারে মির হামজার বলে বাউন্ডারি হাকিয়েছিলেন টাইগারদের অধিনায়ক। তবে প্রথম ইনিংসে নিজের রান আর বাড়িয়ে নিতে পারেননি তিনি। পরের ওভারেই খুররম শেহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। এর দুই বল আগেই অবশ্য সাদমানকেও ফিরিয়েছেন পাকিস্তানের এই পেসার।

প্রথম টেস্টে দারুণ খেলা সাদমান অষ্টম ওভারের প্রথম বলেই শাহজাদের করা বোল্ড হন। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ১০ রান। এদিকে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দল আরও বিপর্যয়ের মুখে পড়ে মমিনুলও আউট হলে। পরের ওভারেই মির হামজার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ ব্যাটারকে।

এদিকে মমিনুল ফেরার পর ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী হন সাকিব আল হাসান। তবে এ দুজনও জুটি গড়তে ব্যর্থ হন। দলীয় ২৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। এরপর ব্যর্থ হয়েছেন সাকিবও। শাহহাজদের চতুর্থ শিকার হয়ে তিনি ফিরেন সাজঘরে।

এদিকে দ্রুত ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন মিরাজ এবং লিটন। মুহূর্তেই টপ অর্ডার ধ্বসে যাওয়ার পর সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ার শঙ্কাও ছিল টাইগারদের সামনে। তবে এ দুজনের ব্যাটে সে শঙ্কা কাটিয়ে এগোতে থাকে টাইগাররা। দুজন পাকিস্তানি বোলারদের সামলে রান বাড়াতে থাকেন। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে তাই ৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এদিকে দ্বিতীয় সেশনেও দারুণ খেলছে মিরাজ-লিটন জুটি। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শত রান পার করে দল। এরপর ফলো-অনের শঙ্কাও এড়িয়ে গেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯১ রান, লিটন এবং মিরাজ অপরাজিত আছেন যথাক্রমে ৮২ এবং ৭৮ রানে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]