23612

05/01/2025 ভারতে ট্রেনিং করতে গিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে ট্রেনিং করতে গিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাজটাইমস ডেস্ক:

৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৮

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে প্রশিক্ষণ মিশনের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। অবশ্য বিমানটি বিধ্বস্তের আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতীয় বিমান বাহিনী জানায়, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধবিমানটি ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়েছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে, ‘বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদ আছেন এবং কোনো প্রাণহানির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকেয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে ফাইটার প্লেনটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।

বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে দমকল বাহিনীর সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে মীনা জানিয়েছেন।

প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]