23683

04/30/2025 সাবেক স্পিকার শিরীন শারমিনসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

সাবেক স্পিকার শিরীন শারমিনসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

রাজ টাইমস ডেস্ক :

৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫১

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ পরিবারের পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, ছেলে সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো: শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত দোসরা সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি।

বাংলাদেশের প্রথম নারী স্পিকার ছিলেন তিনি।

রংপুরের তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]