23706

04/30/2025 যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

রাজ টাইমস ডেস্ক :

৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫

রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতেনাতে আটক হয়েছেন ।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা । তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল।

এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]