23771

04/30/2025 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে অবাক পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে অবাক পররাষ্ট্র উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক :

৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ইউক্রেন, হামাস ও বাংলাদেশ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার মন্তব্যে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটির কোনও কারণ খুঁজে পাই না। আমি কোনও অবস্থায় মনে করি না যে, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ-বিগ্রহ হওয়ার কোনও সম্ভাবনা আছে। উনি এটি নিজের দেশের জন্য বলেছেন কি না ,সেটি আমাদের বুঝতে হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘উনি যেভাবে বলেছেন সেটি অনেকটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। ইউক্রেনে যুদ্ধের ফলে ভারতে যুদ্ধের প্রস্তুতির কোনও কারণ আমি দেখি না। বা হামাসের সঙ্গে যে সমস্যা হচ্ছে, তাতে করে ভারতের কী সম্পর্ক! ইউক্রেন এবং হামাসের সঙ্গে বাংলাদেশ কী করে তুলনীয় হয়, সেটিও আমার বোধগম্যতার বাইরে। আমরা নি-জার্ক প্রতিক্রিয়া (চিন্তা না করেই খুব অনুমানযোগ্য উপায়ে প্রতিক্রিয়া) দেখাতে চাই না। আমরা অবশ্য দেখবো যে, কেন উনি এ ধরনের কথা বলেছেন।’

এটি আমাদের জন্য ঝুঁকি কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও মনে করি এটি উনার নিজস্ব অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য বলেছেন। কাজেই আমি কোনও অনুমাননির্ভর মন্তব্য করতে চাই না।’

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যেকোনও দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কি না এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]