23776

04/29/2025 বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দলে বড় চমক

বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দলে বড় চমক

রাজটাইমস ডেস্ক:

৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫

চলতি মাসে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছেন নিয়মিত মুখ বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন।

পেস বিভাগে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গী হবেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া যশ দয়াল।

প্রথম টেস্টের ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]