23898

04/29/2025 বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত

রাজটাইমস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবেন নাজমুল হোসেন শান্তরা, ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু মাঠের খেলা। বাংলাদেশকে পেস সহায়ক সবুজ পিচ দিয়ে ঘায়েল করার ফন্দি আঁটছে ভারত-শুরুতে এমনটা শোনা গিয়েছিল। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম দিচ্ছে ভিন্ন খবর।

হিন্দুস্তান টাইমসের খবর, সবুজ নয় বরং লাল পিচেই আস্থা রাখছে ভারত। যার মানে দাঁড়াচ্ছে, পেসের চেয়ে চেন্নাইয়ের পিচে যেন স্পিনাররা বেশি সহায়তা পান সে ব্যবস্থা করছে স্বাগতিকরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ এমনিতেও স্লো এবং লো হিসেবেই পরিচিত। এই মাঠে স্পিনার এবং মিডিয়াম পেসাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেন। উইকেটের কথা মাথায় রেখে প্রথম টেস্টের স্কোয়াডে চার স্পিনার রেখেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তাদের ঘূর্ণিজালে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি।

বাংলাদেশও চেন্নাইয়ের কন্ডিশন বিবেচনায় সমান ৪ জন স্পিনারই স্কোয়াডে রেখেছে। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।

বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিনিং উইকেটে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে প্রতিপক্ষ যদি পেস সহায়ক উইকেট তৈরি করে, সেখানেও ভালো করার মন্ত্র এখন বাংলাদেশের জানা। এই যেমন পাকিস্তান সফরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, প্রথমবারের মতো এক ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]