23963

04/30/2025 আবারো রিমান্ডে রাশেদ খান মেনন

আবারো রিমান্ডে রাশেদ খান মেনন

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৯

রাজধানীর শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা একটি মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার এই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড আদেশ দেয়।

এই নিয়ে তৃতীয়বারের মতো তাকে রিমান্ডে পাঠানো হলো।

গত ২২ আগস্ট গ্রেফতার হওয়ার পরদিন আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড দিয়েছিল আদালত। এরপর গত ২৭ আগস্ট তাকে আবারো ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]