04/29/2025 বাংলাদেশকে হেয় করে যা বললেন রোহিত
রাজটাইমস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৬
আর একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুদল। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের নিয়ে চলছে বেশ আলোচনা।
পাকিস্তানের মাটিতে তাদের ধবোলধোলাই শেষে ভারতের বিপক্ষে সিরিজের আগে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকেরা। বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্ক করেন সুনীল গাভাস্কারও। কিন্তু ভারতের অধিনায়ক রোহির শর্মা তা মানতে নারাজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে হেয় করে বলেন, ‘তাদের মজা নিতে দেন।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম মাঠে নামবে দুই দল। এর আগে চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে দলগুলো অনেক মজা পায়। সুতরাং তাদের (বাংলাদেশকে) মজা নিতে দিন।’
রোহিত যোগ করে বলেন, ‘ভারত সব দলের বিরুদ্ধে খেলেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা অন্য কোনও দলই হোক না কেন, আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি না। আমরা চেষ্টা করব এবং আমাদের খেলায় মনোযোগ দিতে।’
বাংলাদেশের সম্প্রতি উন্নতি এবং পারফরম্যান্সের ভারতের বিরুদ্ধে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন অনেকে। এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রোহিত বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’
শান্তদের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার বাংলাদেশের বিপক্ষে সিরিজকে ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে দেখছেন না ভারতীয় অধিনায়ক। রোহিত বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সালের কোনো প্রশ্নই আসে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে হবে।’
বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ‘টি-টোয়েন্টিও রয়েছে, তাই ভালোভাবে খেলার জন্য চেষ্টা থাকবে। আমরা তাদের পর্যবেক্ষণ করব এবং অতীতে তাদের বিরুদ্ধে আমরা ভালো করেছি।’