24208

04/30/2025 রাবি ছাপাখানার প্রশাসক হলেন ড. মাহফুজুর রহমান আখন্দ

রাবি ছাপাখানার প্রশাসক হলেন ড. মাহফুজুর রহমান আখন্দ

রাবি প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাপাখানার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর আখন্দ রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি রাবি থেকে ২০০০ সালে এমফিল এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. মাহফুজুর রহমান আখন্দ ২০০২ সালে প্রভাষক হিসেবে রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি একজন কবি ও শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। ড. মাহফুজুর রহমান আখন্দের ২৪টি গ্রন্থ ও ৪৪টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন প্রকাশনা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]