24242

04/29/2025 পর্দা উঠছে নারী বিশ্বকাপের, প্রথমদিনেই জ্যোতিদের ম্যাচ

পর্দা উঠছে নারী বিশ্বকাপের, প্রথমদিনেই জ্যোতিদের ম্যাচ

রাজটাইমস ডেস্ক

৩ অক্টোবর ২০২৪ ১২:৪৫

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। নবম আসরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকাল চারটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত আটটায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। গ্রুপ 'বি'তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ও স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ এ'তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা নারী দল। ২০০৯ থেকে টুর্নামেন্টের আটটি আসরে সবচেয়ে সফল দল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৬ বার শিরোপা জিতেছে তারা।

২০১৪'তে শুরু করে এ পর্যন্ত ৫টি আসরে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। ২১টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ষ্ঠবার অংশ নিয়ে এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিগার সুলতানা, জাহানারাদের। দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে শ্রীলংকার কাছে হারলেও, জিতেছে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আসল পরীক্ষা শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কটিশদেরকে সর্বশেষ চার ম্যাচেই দাপটের সাথে হারিয়েছে টাইগ্রেসরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস জ্যোতিদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ছিলো স্বাগতিক। কিন্তু ৫ আগষ্টে রাজনৈতিক পটপরিবর্তনে নিরাপত্তা ইস্যুতে কয়েকটি দেশের ভ্রমন নিষেধাজ্ঞায়, আইসিসি আমিরাতে সরিয়ে নিয়েছে বিশ্বকাপ। তবে আমিরাত খেলা হলেও, বিশ্বকাপ আয়োজন স্বত্ত্ব বাংলাদেশের হাতেই থাকছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]