24247

04/30/2025 লেবাননে ইসরায়েলের হামলায় নিন্দা মির্জা ফখরুল ইসলামের

লেবাননে ইসরায়েলের হামলায় নিন্দা মির্জা ফখরুল ইসলামের

রাজটাইমস ডেস্ক

৩ অক্টোবর ২০২৪ ২০:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেবাননে ইসরায়েলের হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । বৃহস্পতিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানানোর বিষয়টি উল্লেখ করেন।

বিবৃতিতে জানানো হয়, গতকাল বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখন পর্যন্ত এই ভয়ঙ্কর, প্রাণঘাতি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছেনা। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।

বিএনপি মহাসচিব প্রাণঘাতি, বিবেকহীন ও অর্থহীন এই যুদ্ধ এখনই বন্ধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন । তার মতে— এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে জাতিসংঘকে কার্যকরী ব্যবস্থা নিতে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]