24348

10/27/2025 পুঠিয়াতে ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়াতে ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৪ ১৮:৩৬

রাজশাহীর পুঠিয়ায় বিপুল ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার দিকাগত রাত আটটার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

আজ শনিবার র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বানেশ্বর পূর্বপাড়া এলাকায় আভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ৪০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]