24371

04/30/2025 ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ

ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ

রাজটাইমস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪ ২৩:১৬

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রবিবার (১৩ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার (একদিনে) মধ্যে দক্ষিণ লেবানন থেকে ৩০০টির বেশি রকেট উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিজেদের সিনিয়র এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

এর আগে, হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর উত্তরেই হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছুড়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল-আবিব বিমানবন্দর। গেল ২৪ আগস্ট ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]