24392

01/19/2026 শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

রাজটাইমস ডেস্ক

১৪ অক্টোবর ২০২৪ ২১:১৫

গত ১২ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বেরোবির মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

আজ সোমবার (১৪ অক্টোবর) শিক্ষক নিবন্ধনের সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলো। উত্তীর্ণ হয়েছেন আবু সাঈদ কিন্তু তিনি আর বেঁচে নেই।

ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসকের পুলিশের নির্মম গুলিতে গত ১৬ জুলাই নিজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নিহত হন এই বীর।

ইবতেদায়ী শিক্ষা শাখায় পাশ করেছেন আবু সাঈদ (রোল-২০১২৫৬২৯৭)। শিক্ষক হয়ে পাশে দাড়াতে চেয়েছিলেন পরিবারের তথা সমাজের। কিন্তু ঘাতকের বুলেটে ক্ষতবিক্ষত আবু সাঈদ আজ কেবলই ইতিহাস। আর ইতিহাস হয়ে রইলো এই পরীক্ষার ফল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]