24422

05/02/2025 ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বসে নেই, অভিযোগ রিজভীর

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বসে নেই, অভিযোগ রিজভীর

রাজটাইমস ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪ ১৬:৫৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বসে নেই। ভয়ংকর রকমের ষড়যন্ত্র করছে। একজন ঘাতককে ভারত আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে রাজধানীর গোড়ান নবাবী মোড় টেম্পো স্ট্যান্ড এলাকায় জন সাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। চক্রান্ত ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সব চক্রান্ত মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মুসলমানরা পাহারা দিয়েছে। অথচ মাস্টারপ্লানের অংশ হিসেবে দিল্লী থেকে বিবৃতি দেয়া হয়েছে। প্রতিবেশী দেশটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব করায়ত্ব করে রাখতে চেয়েছিলো। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এখনো ভারতে বসে করা হচ্ছে। সীমান্তে বাংলাদেশীদের হত্যার পরও ভারতের কোন বিবৃতি নেই। নেই কোন অনুশোচনা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]