24535

04/29/2025 পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যা বলছে আইসিসি

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যা বলছে আইসিসি

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৭

আসছে বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আয়োজক দেশ পাকিস্তান। অংশগ্রহণকারী সবগুলো দেশই বাবর আজমদের দেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে রাজি। ব্যতিক্রম কেবল ভারত। বিসিসিআই জানিয়েছে, ভারত সরকার অনুমতি না দিলে সেখানে গিয়ে খেলবে না রোহিত শর্মার দল।

গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান, সে টুর্নামেন্টেও পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে।

তবে এবার আর একই পথ অনুসরণ করতে চায় না পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো টুর্নামেন্টই নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা। এবং সম্প্রতি তাদের প্রস্তুতিতে খুশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিও নিউজের সূত্রের বরাত দিয়ে এমনটায় জানায় ভারতের একাধিক গণমাধ্যম। জানা যায়, সোমবার আইসিসির এক বৈঠকে এই প্রস্তুতির কথা জানানো হয়েছে।

সেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও উপস্থিত ছিলেন। বৈঠকের সময়, পিসিবি কর্মকর্তরা আইসিসি সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছেন যে মার্কি ইভেন্টের ম্যাচগুলো হোস্ট করবে এমন তিনটি স্টেডিয়ামের আপগ্রেডেশন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। টুর্নামেন্টের প্রস্তুতি পর্যালোচনা করতে আইসিসি সদস্যদের পাকিস্তানে আমন্ত্রণও জানিয়েছেন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর পাকিস্তানে শুরু হবে। তবে সেজন্য এখনও কিছু প্রস্তুতি বাকি। এ ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। যেগুলোর মোকাবিলা করা দরকার।

মেগা ইভেন্টগুলোর মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। সন্ত্রাসবাদ নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা থাকায় ২০০৮ সালের এশিয়া কাপ থেকে, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। ভারতে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত মাত্র একটি সিরিজ হয়েছে। যা দুই দেশের মধ্যে চূড়ান্ত দ্বিপাক্ষিক সিরিজ ছিল।

এরপর থেকে, উভয় দেশ শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে পরস্পরের বিপক্ষে খেলেছে। আর ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তান তিনবার ভারত সফর করেছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তিনটি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করেছে। সেই সংক্রান্ত রিপোর্টও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

সূত্রের মতে, আইসিসি হয় পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি পাকিস্তানে করতে চায় বা হাইব্রিড মডেলের অংশ হিসেবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, উভয় জায়গাতেই এই টুর্নামেন্টের আয়োজন করার কথা ভাবছে। এই হাইব্রিড মডেল অনুযায়ী, ভারতের ম্যাচগুলো এবং নকআউট পর্বের খেলাগুলো দুবাইতে হবে। তৃতীয় বিকল্প হল পুরো টুর্নামেন্ট, পাকিস্তানের বাইরে কোথাও আয়োজন। সেটা, দুবাই, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার মত সম্ভাব্য কোথাও হতে পারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]