2462

05/02/2025 পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২০ ০৩:০০

আবারো সীমান্তে প্রাণ গেল এক বাংলাদেশীর। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।   

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর গ্রামে সীমান্তের ওপারে ভারতের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।   

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, আজ ভোরে শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর উপপিলারের কাছ দিয়ে গরু পারাপারকারী (রাখাল) দলের কয়েকজন সদস্য ভারতের কোচবিহারের সীমান্তের রতনপুর ও কৌশিক গ্রামের এক ব্যবসায়ীর কাছে গরু আনতে যায়। 

এই সময় গরু নিয়ে ফেরার পথে ভারতের রাণীনগর-১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়ে। 

বিএসএফের ধাওয়ায় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও জাহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমও।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তা এখনও নিশ্চিত নই। তবে বিএসএফের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা চলছে।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]