04/30/2025 বিএনপি কখনো সিল মেরে ক্ষমতায় যায়নি, যাবেও না: গয়েশ্বর চন্দ্র
রাজটাইমস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪ ২৩:১১
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি কখনো সিল মেরে ক্ষমতায় যায়নি এবং যাবেও না।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোট নিয়েই বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ১৭ বছরের চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি। বিদেশে বসে এবং পর্দার আড়াল থেকেও নানা চক্রান্ত চালাচ্ছে। শেখ হাসিনা ও তার দলের লোকজন এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।