24682

04/30/2025 ধামইরহাটে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন কমিটি গঠন

ধামইরহাটে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন কমিটি গঠন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৩১ অক্টোবর ২০২৪ ১৯:৫২

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার রাতে ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে একটি র্পূণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে কমিটিতে মোয়াজ্জেম হোসেন সজলকে সভাপতি, শিবলী নোমানকে সাধারণ সম্পাদক ও রাকিব হাসান রাহাতকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এবিষয়ে কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল জানান, গত ২০২১ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির প্রথম যাত্রা শুরু করা হয়। মহামারি করোনা ভাইরাসে টিকা প্রদান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার বিষয়ে ধারণা প্রদান করা হয়েছে। এছাড়াও এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

আগামিতে অসহায় দুস্থ পরিবারের পাশে দাড়ানোসহ নানান কার্যক্রম পালন করা হবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]