24719

04/30/2025 রাবির মন্নুজান হলে ফাটলের কারণে ধ্বসে পড়ছে প্লাস্টার, আতংকিত শিক্ষার্থীরা

রাবির মন্নুজান হলে ফাটলের কারণে ধ্বসে পড়ছে প্লাস্টার, আতংকিত শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

২ নভেম্বর ২০২৪ ১৯:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের দেয়াল এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। সেখান থেকে ধ্বসে পড়ছে সিমেন্টের প্লাস্টার। এতে আতংকিত হলের সাধারণ শিক্ষার্থীরা।

গত শুক্রবার আনুমানিক রাত ৮টায় হলের ৩২৩ নম্বর রুমে ছাদের ফাটল থেকে কিছু অংশ ধ্বসে পড়েছে। বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানালে তিনি ইঞ্জিনিয়ারসহ প্রশাসনকে অবহিত করেন এবং মেরামতের কাজ করছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও হল সূত্রে জানা যায়, ক্যাম্পাসের প্রথম ছাত্রী হল মন্নুজান হল। ১৯৬৪ সালে ছাত্রীদের প্রথম আবাসিক হল দানবীর হাজী মুহম্মদ মহসিনের বড় বোন বেগম মন্নুজানের নামানুসারে নামকরণ করা হয়। বর্তমানে বহুল প্রাচীন এই হলটির বয়স প্রায় ৫৮ বছর।

হলের আবাসিক শিক্ষার্থী তাবাসসুম জান্নাত জানান, আমি রুমে ওঠার পর এবারই প্রথম এমন হলো। তবে রুমে ফাটলসহ এমন ভাঙ্গা অনেক আছে। ইতোমধ্যে হল প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, এমন হওয়ার পর হল প্রাধ্যক্ষকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন।কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে মিস্ত্রি কাজের জন্য আসার পরেও আমি মেরামতের কাজ করতে নিষেধ করেছি। কেননা,পরীক্ষারত অবস্থায় আমার পক্ষে এখন রুমের জিনিসপত্র সরানো সম্ভব নয়।

জানতে চাইলে মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন বলেন, এ বিষয়ে আমাকে জানানো হলে আমি ইঞ্জিনিয়ারসহ স্থানটি প্রদর্শন করি। অতঃপর আজ মেরামতের জন্য মিস্ত্রি আসলে আমি নিজে দাঁড়িয়ে থেকে মেরামতের কিছু কাজ দেখেছি। আরও যেগুলো ফাঁপা জায়গা আছে সেগুলো ভেঙে পুনঃরায় প্লাস্টার করা হবে।

এছাড়া হল সংস্কারের বিষয়ে আমি দ্রুত ভিসি স্যারের সাথে কথা বলবো। আর যেহেতু সংস্কারে শিক্ষার্থীদের জিনিসপত্র সরাতে হবে তাই আমি আগে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের অনেকের পরীক্ষা,ক্লাস চলছে। তাই তাদের বিষয়টি মাথায় রেখে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]