24766

04/29/2025 জাবিতে নবীন শিক্ষার্থীদের ১৫০০ কোরআন বিতরণের উদ্যোগ

জাবিতে নবীন শিক্ষার্থীদের ১৫০০ কোরআন বিতরণের উদ্যোগ

রাজটাইমস ডেস্ক

৫ নভেম্বর ২০২৪ ২০:১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ১৫০০ কপি পবিত্র কোরআন শরীফ বিতরণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) ৫৩তম ব্যাচ নবীনবরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মুহিব্বুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইসলামি জ্ঞান চর্চা ও সুস্থ সংস্কৃতির চর্চাকে ছড়িয়ে দিতে নবীন শিক্ষার্থীদের মাঝে ১৫০০ কপি পবিত্র কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হবে৷

কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থসহ কোরআন পাঠ প্রতিযোগিতা, সিরাত প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]