24805

04/29/2025 নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাইন্স ক্লাব

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাইন্স ক্লাব

রাবি প্রতিনিধি:

৭ নভেম্বর ২০২৪ ২২:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি সায়েন্স ক্লাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে ১০ম আরইউএসসি ফ্রেশারস রিসেপশন আয়োজন করেন তারা।

অলিম্পিয়াড প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া বিভিন্ন পর্বের মধ্যে ছিল নবীনদের স্বাগত জানানো, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার টক, অলিম্পিয়াডে বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান এবং সর্বশেষ একটি সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে নাচ, গান এবং অন্যান্য আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ সময়। এখানে অর্জিত অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ সফলতার ভিত তৈরি করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম এবং টেকফ্লিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও নাসিম রানা মাসুদ।

প্রফেসর আমিরুল ইসলাম কনক শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা দিয়ে বলেন, "জ্ঞানচর্চার এই অঙ্গনটি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ভালোবাসা আরও গভীর করে তুলবে।" এছাড়া নাসিম রানা মাসুদ "ক্যারিয়ার টক" প্রদান করেন, যেখানে তিনি উদ্ভাবনী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং সফল ক্যারিয়ারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ। তিনি নবীন শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]