24818

04/29/2025 কুরআন শরীফ উপহারের মাধ্যমে নবীনদের বরণ করে নিল রাবি ছাত্রশিবির

কুরআন শরীফ উপহারের মাধ্যমে নবীনদের বরণ করে নিল রাবি ছাত্রশিবির

রাবি প্রতিনিধি:

৮ নভেম্বর ২০২৪ ১৬:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুরে শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, ইসলামী ছাত্রশিবির কাজ করে ভালো ও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে প্রথমটি সরকারি চাকরি বা বিসিএস এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, কিন্তু তা নয়, তাদের দেশের বাইরেও ২-৩ গুন বেতনে চাকরির সুযোগ রয়েছে ।

এ সময় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম আব্দুল হান্নান বলেন, শুধুমাত্র সমাজ পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব অর্জনের জন্যও বিশ্ববিদ্যালয়ে আসা। এজন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দিতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল বলেন, মানুষের ভিতরে দুটি সত্তা থাকে, একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে দমিয়ে রাখতে হবে। এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পরতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পরতে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কোরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এই উপকরণ, এই পথ তোমাকে দেখাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়। শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় এসময় বিভিন্ন বিভাগের হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]