2482

04/29/2025 করোনায় আক্রান্ত ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

করোনায় আক্রান্ত ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২০ ০০:২৭

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এলিসি প্রাসাদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন।  খবর-বিবিসির।

প্রেসিডোন্ট ম্যাক্রোঁ আইসোলেশনে থেকে দেশ পরিচালনার দায়িত্ব পালন ও দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। 

প্রসঙ্গত, ২য় পর্যায়ে ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে নাইট কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।  আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]