24830

04/29/2025 দেশপ্রেমিকরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম বিতাড়িত হবে: শিবির সেক্রেটারি

দেশপ্রেমিকরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম বিতাড়িত হবে: শিবির সেক্রেটারি

রাবি প্রতিনিধি:

৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের দুটি পর্বে বরণ করেছেন এই সংগঠনটি।

রাজশাহী মহানগরীর বিনোদপুরে ছাত্রশিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিকেলের পর্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন,  আজ আমাদের যারা গণতন্ত্রের সবক শিখাতে আসে তারাই সামাজ্যবাদের প্রতীক ছিলেন। যারা আজ গণতন্ত্র শিখাতে আসে তারাই গণতন্ত্রের বিরোধী হিসেবে প্রতীয়মান। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ,ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। যাদের মাধ্যমে রাষ্ট্রের সব জুলুমের অবসান ঘটবে।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রচুর জ্ঞান অর্জনের জায়গা। নিজের জীবনে সেই অর্জনকে কাজে লাগাবে হবে। নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষ হিসেবে মানুষের পরিচয় যেন আমরা রক্ষা করতে পারি। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তারা মানুষের পর্যায়ে থাকে না। এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের মনুষ্যত্ব শেখায়? এই শিক্ষাব্যবস্থা কি আমাদের নৈতিক জায়গাটা কি সঠিকভাবে গড়ে তুলতে পারছে?

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, উত্তম আর্দশ হলো হয়রত মুহাম্মদ (সা:)। তাঁর জীবনের প্রতিটি কাজ আমাদের জন্য অনুকরণীয়। রাসুলের জীবন থেকে শিক্ষা গ্রহণের জন্য রয়েছে আমাদের অবারিত সুযোগ।

তিনি আরোও বলেন, সকালের বাতাসে মুনাফেকের গন্ধ থাকে না, তাই সকালের বাতাস আমাদের গ্রহণ করতে হবে ফজরের নামাজের মধ্যে দিয়ে । জীবনে সহচর্য বাচাই করতে হবে খুবই চিন্তার সাথে। এমন সহচর্য গ্রহণ করবো যার সহচর্যে আসলে ইহাকালীন ও পরকালীন মুক্তির পথ সহজ হয়। যার কাছে গেলে ক্যারিয়ারের গাইডলাইন পেতে পারি।

অনুষ্ঠান শেষাংশে ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ নিয়ে নাটিকা উপস্থাপন করা হয়। এছাড়াও রাবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]