24833

04/29/2025 বিদ্যুৎ সরবারহ কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার

বিদ্যুৎ সরবারহ কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার

রাজটাইমস ডেস্ক

৯ নভেম্বর ২০২৪ ০৯:৩৬

বিশাল অংকের বিল বকেয়া থাকায় বাংলাদেশে ৬০ শতাংশ বিদ্যুৎ সরবারহ কমিয়েছে ভারতীয় আদানি পাওয়ারস। বাংলাদেশের কাছে ৮০০ মিলিয়ন ডলারের বেশি বিল বকেয়া রয়েছে প্রতিষ্ঠানটির।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোদ্দা প্লান্ট থেকে ঢাকায় বিদ্যুৎ সরবারহ করে থাকে আদানি পাওয়ার। আগস্টের শুরুতেও মাসে ১৪০০-১৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারহ করলেও তা কমিয়ে ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। বাংলাদেশ পাওয়ার গ্রিডের তথ্য এবং বাংলাদেশ পাওয়ার উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (৮ নভেম্বর) আদানি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে ৫২০ মেগাওয়াটে নিয়ে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সে এই তথ্য উঠে এসেছে।

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান রয়টার্সকে বলেন, “আমরা পর্যায়ক্রমে সেই বকেয়া পরিশোধ করছি। সেইসঙ্গে কেউ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তার বিকল্প ব্যবস্থাও নেব। কোনো বিদ্যুৎ সরবরাহকারীকে আমাদের জিম্মি করতে দেব না।”

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ বকেয়া পরিশোধের গতি বাড়ালেও এবং গত ৭ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের একটি সময়সীমা আদানি প্রত্যাহার করলেও বিদ্যুৎ সরবরাহ কমানো অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]