24876

04/29/2025 ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ২২:১৫

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। তিনি আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ থেকেও ছিটকে যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। দলে ফিরেছেন জাকের আলী অনিক, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই সিরিজের জন্য আজ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। তিনি আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ থেকেও ছিটকে যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। দলে ফিরেছেন জাকের আলী অনিক, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দুই দল সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]