24905

04/29/2025 ধামইরহাটে কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধামইরহাটে কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২৪ ২০:৫১

নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নওগাঁ জেলা ফুটবল দল এবং রংপুর জেলা ফুটবল দল অংশগ্রহণ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাফিউল মুসাব্বির শাফি, জাতীয় ফুটবল দলের তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বয়ক মো. ফেরদাউস খান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, যুবদল নেতা রুহেল হোসেন সুমন,ছাত্রদল নেতা আহসান হাবিব প্রমুখ।

খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক অংশগ্রহণ করে। পরে নওগাঁ জেলা দলকে রংপুর জেলা দল ২-০ গোলে পরাজিত করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]