2496

05/17/2024 বিভাগে করোনায় আরো ৩ জনের প্রাণহানি

বিভাগে করোনায় আরো ৩ জনের প্রাণহানি

রাজটাইমস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২০ ০০:৫৬

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে ২৪ ঘন্টায় প্রানহানি হয়েছে আরও ৩ জনের। ফলে এখন পর্যন্ত বিভাগের আট জেলায় করোনাভাইরাসে ৩৫৮ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় বিভাগের জয়পুরহাট, বগুড়ায় ও রাজশাহীতে একজন করে মারা গেছেন। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর)ও বিভাগে তিনজনের মৃত্যু হয়।

একই সময়ে বিভাগজুড়ে ভাইরাসটিতে নতুন ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৬৭ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৮০ জন। এদের মধ্যে ২১ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

প্রতিবেদনটিতে আরো জানানো হয়, দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮০৮ জন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]