25065

04/29/2025 দিনের পঞ্চম বলেই জুটি ভাঙলেন হাসান মাহমুদ

দিনের পঞ্চম বলেই জুটি ভাঙলেন হাসান মাহমুদ

রাজটাইমস ডেস্ক

২৩ নভেম্বর ২০২৪ ২১:৪৩

অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। ষষ্ঠ উইকেট জশুয়া দা সিলভা এবং জাস্টিন গ্রিভসের জুটি ভেঙে দিয়েছেন তিনি।

দিনের প্রথম ওভার করতে এসে পঞ্চম বলে দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন হাসান। হাসানের বল তার প্যাডে আঘাত হানার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৪ রান করা দা সিলভা।

প্রথম দিন শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেটের দেখা পাননি হাসান। দ্বিতীয় দিনে এসে তার সে চেষ্টা সফল হলো।

এর আগে নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট খুইয়ে ২৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৯৭ রান আসে ওপেনার মিকাইল লুইসের ব্যাটে, ৯০ রান করেন অ্যালিক অ্যাথানাজে। তবে তারা দুজনেই শেষবেলায় মাত্র ৪ রানের ব্যবধানে ফিরলে বিপদে পড়ে স্বাগতিকরা।

প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]