25125

04/29/2025 বিক্ষোভে উত্তাল রুয়েট: ইসকন নিষিদ্ধের দাবি

বিক্ষোভে উত্তাল রুয়েট: ইসকন নিষিদ্ধের দাবি

রুয়েট প্রতিনিধি:

২৭ নভেম্বর ২০২৪ ০৭:২৮

চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় দাশের জামিন নামঞ্জুরের ঘটনায় চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম কে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)  শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে এক শিক্ষার্থী বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলায় সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে। কিন্তু ধর্মীয় উগ্রতা নিয়ে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আমরা তাদের রুখে দিব। এরকম হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।"

উল্লেখ্য, হিন্দুত্ববাদী সন্ত্রা/সীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। ২০১৮ সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এই নৃশংস হত্যার বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবিতে আজ রাত ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে রুয়েটের শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]