25152

04/29/2025 আইনজীবী সাইফুলের কবর জিয়ারত করলেন ধর্ম উপদেষ্টা

আইনজীবী সাইফুলের কবর জিয়ারত করলেন ধর্ম উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪ ১৮:১২

ইসকনের অনুসারীদের হামলায় নিহত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ জঘন্য হত্যার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এ সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশী-বিদেশী নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এ চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না।’

উপদেষ্টা দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি আদালতের ব্যাপার। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’

এ সময় ধর্ম উপদেষ্টা শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এ হত্যার ন্যায়বিচারে ক্ষেত্রে সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। এছাড়া উপদেষ্টা শহীদ সাইফুলের বাবার হাতে শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে পাঁচ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]