25204

04/29/2025 রাবির সাবাশ বাংলাদেশ মাঠে খেলার সময় ছাত্রের মৃত্যু

রাবির সাবাশ বাংলাদেশ মাঠে খেলার সময় ছাত্রের মৃত্যু

রাবি প্রতিনিধি:

১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

খেলার মাঠে মৃত্যু নতুন ঘটনা নয়। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলো দর্শকেরা। অন্তঃবিভাগ ক্রিকেট খেলায় স্ট্রোক করে মেহেদী হাসান সিয়াম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আজ এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা নামাজ হবে।

তার সহপাঠীরা বলেন, ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম। তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]