25214

04/29/2025 আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা

আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা

রাজটাইমস ডেস্ক

২ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ।

আজ সোমবার তৃতীয় ওয়ানডেতে আইরিশি নারীদের হারিয়ে ধবলধোলাইয়ের স্বাদ নিলো টাইগ্রেসরা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে ১৮৫ রানেই আটকে যায় আইরিশ নারীরা। জবাবে ১২ দশমিক ৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগ্রেসরা।

ধবলধোলাইয়ের পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে যায় প্রথম ইনিংসের পরই। টাইগ্রেস বোলাররা সুবিধা করতে দেননি আইরিশদের। শুরুতেই ধাক্কা দেন সুলতানা। সারাহ ফরবেসকে (৫) ফেরান তিনি। তবে ওয়ান ডাউনে নামা অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক গ্যাবি লুইস।

তবে রানে গতি ছিল না মোটেও। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হাঁসফাঁস করেছে তারা। ২০তম ওভারে এসে হান্টারকে ফেরান রাবেয়া। আইরিশদের রান তখন মোটে ৫৭। ৪০ বলে ২৩ রান করেন হান্টার। তবে তখনো হাল ছাড়েননি লুইস।

ওরলা প্রেন্ডারগাস্টের সাথে ৪০ জুটি গড়ে তুলেন তিনি। জুটি শক্ত করার পথে অর্ধশতক তুলে নেন আইরিশ অধিনায়ক। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ফাহিমার শিকার হয়ে ফেরার আগে করেন ৭৯ বলে ৫২ রান।

লুইসের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আইরিশরা। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। লেয়াহ পল ৯, প্রেন্ডারগাস্ট ২৭ ও উনা রেমন্ড-হোয়ি ৬ রান করে বিদায় নেন। মাঝে ৬৪ বলে ৩৩ রান যোগ করেন কেলি ও আলানা।

২৮ বলে ১৮ রান করেন কেলি, ৪৪ বলে ১৯ রান করেন আলানা। শেষ দিকে মুরারি ৯ বলে করেন ১৩ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ৩, সুলতানা এবং নাহিদা ২টি করে উইকেট শিকার করেন। একটা করে উইকেট নেন রাবেয়া ও স্বর্ণা।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারে ফেরেন মুর্শিদা (৮)। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দলের হাল ধরেন ফারজানা এবং শারমিন আক্তার।

দু’জন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৪৩ রান। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। শারমিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মাগুইরে। শারমিন আউট হন ৮৮ বলে ৭২ রান করে।

এরপরে দ্রুর ফিরে যান ওপেনার ফারজানা হক। ৯৯ বলে ৬১ রান করে আউট হন সেই মাগুইরের বলেই।

শেষদিকে সুবহানা মোস্তারিকে সাথে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি।

টাইগ্রেস অধিনায়ক অপরাজিত ছিলেন ১৮ রানে। আর মোস্তারি করেছেন অপরাজিত ৭ রান। আয়ারল্যান্ডের হয়ে মাগুইরে ৩৮ রানে নিয়েছেন ২ উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]