2522

07/29/2025  স্বামীর বাড়িতে তালাকপ্রাপ্ত নারীর আত্মহত্যা  

 স্বামীর বাড়িতে তালাকপ্রাপ্ত নারীর আত্মহত্যা  

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২০ ০২:৩১

নগরীর উপশহর পানির ট্যাংকি এলাকায় রোববার (২০ ডিসেম্বর) বিকেলে অন্তরা খাতুন (২৬) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সে আলীগঞ্জ এলাকার বাদশার মেয়ে ও পারভেজ রাসেল তালাকপ্রাপ্ত স্ত্রী।

পারভেজ রাসেলের ভাষ্য মতে, গত ৩ বছর থেকে তাদের মধ্যে তালাক হয়। পরে অন্তরা বাবার বাড়ি নগরীর আলীগঞ্জ এলাকায় চলে যান। ৬ মাস আগে অন্তরা নতুন করে বিয়ে করে। আর আমি গত ৬ দিন আগে বিয়ে করি।

বিয়ে খবর পেয়ে সাবেক স্ত্রী অন্তরা খাতুন গত শনিবার (১৯ ডিসেম্বর) বাড়িতে আসে। এসময় অন্তরা নিজের শরীরে আঘাত করে নিজে নিজে আহত হয়। পরে বিষয়টি উপশহর পুলিশ ফাঁড়িতে জানানো হয়। এর পরে পুলিশ অন্তরাকে ফাঁড়িতে নিয়ে গিয়ে বোঝানোর পরে তার বাবার হাতে তুলে দেন।

আজ দুপুর আড়াইটার দিকে প্রাচীরের উপরে উঠে বাড়িতে প্রবেশ করে দ্রুত রুমে ঢুকে পরে। এসময় অন্তরা ভেতর থেকে দরজা লাগিয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]