25291

04/29/2025 পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে যুবাদের এশিয়া কাপ। অনূর্ধ্ব-১৯ দলের এ টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছিল আজিজুল হাকিম তামিমের দল। শেষ চারে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগার যুবারা।

পাকিস্তানকে ১১৬ রানে অল আউট করার পর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিমের রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে জুনিয়র টাইগাররা। দারুণ এই জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা-ইকবাল হোসেইন ইমনরা। নিজেক্র করা প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরের পথ দেখান মারুফ। এরপর বল হাতে তোপ দেগেছেন ইমন। টাউগার এই বোলার নিয়েছেন ৪ উইকেট।

টাইগার বোলারদের তোপের মুখে পাকিস্তানের কোনো ব্যাটারই সুবিধা করে ওঠতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন ফারহান ইউসুফ। এছাড়া ২৮ রান করেছেন মোহাম্মদ রিয়াজুল্লাহ। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুইজন ব্যাটার। টাইগার বোলারদের তোপে পাকিস্তানি যুবারা অলআউট হয় ১১৬ রানে।

এদিকে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২০ রানেই আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। ১৪ বল খেলে কোনো রান না করেই কালাম আউট হওয়ার পর আরেক ওপেনার জাওয়াদ আবরারও দ্রুতই সাজঘরের পথ ধরেন। তবে দ্রুত ২ উইকেট হারালেও বাংলাদেশের জয়ের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি।

তিন নম্বরে ব্যাত করতে নেমে অধিনায়ক তামিম খেলেছেন ৬২ রানের অপরাজিত ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই আরও এক উইকেট হারালেও ২২.১ ওভারেই ৭ উইকেটের দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]