04/29/2025 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪ ২০:২০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। টাইগারদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয়দের অধিনায়ক শাই হোপ।
সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা। আজও টাইগারদের বিপক্ষে আগে বোলিং করবে স্বাগতিকরা।
এদিকে সিরিজ বাঁচাতে হলে আজ ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচের মতো আজও টাইগাররা খেলবে একাদশে তিন পেসার নিয়ে, তবে আজ একাদশে থাকছেন না তাসকিন আহমেদ, তার বদলে আজ খেলবেন শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক,উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, জেডেন সিলস, আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সোম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।