25363

04/29/2025 বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে শোধ নিতে চায় উইন্ডিজ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে শোধ নিতে চায় উইন্ডিজ

রাজটাইমস ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮

ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। সাদা পোশাকের পর এবার রঙিন পোশাকের লড়াইয়ে দুই দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে।

এমন ম্যাচে বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।

২০১৪ সালের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্যারিবীয়দের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং।

দারুণ জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শাই হোপ পরে বলেছেন, ‘খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জাডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সবসময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই।’

দুই বছর আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্মৃতি মিরাজদের ফিরিয়ে দিতে চান শাই হোপ। বলেছেন, ‘আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০তে শেষ করতে পারব। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও উপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]