25380

05/14/2025 শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কাঁপছে তিস্তা পাড়ের মানুষ

শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কাঁপছে তিস্তা পাড়ের মানুষ

রাজটাইমস ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৩

শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ। কাঁপছে তিস্তা পাড়ের মানুষ। দেখা নেই সূর্যের। খড়কুটোর আগুনে শীত নির্বারণের চেষ্টা ছিন্নমূলদের।

গরম কাপড় ও খাবারের আকুতি তাদের। শীত দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ চায় শীতার্তরা।

সূর্য নয়; যেন পূর্ণিমার চাঁদ। রংপুরের আকাশে দিনের সূর্যের রূপ এমনি। নদী পাড়ের গ্রামগুলো মোড়ানো কুঁয়াশার চাদরে। শেষ অগ্রহায়ণে শীতের হানা পুরো উত্তরে। ওপারের হিমশীতল বাতাস শৈত্য প্রবাহের মতই ঠেকছে। তীব্র শীতে জনজীবন স্থবির। ঘরের বাইরে বের হওয়া দায়। ঠান্ডায় অবশ হাত-পা নিয়ে খেতখামারে ঘাম ঝরাচ্ছেন প্রান্তজনরা। খরকুটোর আগুনে উষ্ণতা নিচ্ছেন কেউ কেউ।

গঙাচড়ার ৯ ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা। নদী পারের কপাল পোড়া মানুষরা শীতে বড় অসহায়। নয়া সরকারের পরিকল্পিত উদ্যোগেই শীত দূর্যোগ থেকে বাঁচাতে পারে দরিদ্রদের, বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্বাস্থ্য, পুষ্টিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের।

জেলার গঙাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ২৩ ইউনিয়নের ১২ টিই তিস্তা ঘেষা। শীতে নিদারুণ কষ্টে থাকে এখানকার মানুষ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]