25389

04/29/2025 সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক

সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক

রাজ টাইমস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬

২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এ ঘোষণার সাথে সাথে শহরের রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন সৌদি আরবের ফুটবল সমর্থকরা।

বুধবার, সুইজারল্যান্ডের জুরিখে হওয়া একটি ভার্চুয়াল বিশেষ অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসার পর, সৌদি আরবে ব্যাপক উদযাপন শুরু হয়ে যায়। এসময়, দেশটিতে আতশবাজি এবং ড্রোন শো প্রদর্শন করা হয়। রিয়াদের আলোকিত আকাশের নিচে ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে, বেরিয়ে আসেন হাজার হাজার দর্শনার্থী।

২০৩৪ সালে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এর আগে, ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। অনেক দিনের জল্পনা-কল্পনার পর, এবার ফুটবল বিশ্বের শীর্ষ সংস্থা ফিফা, ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিলো সৌদি আরবকে।

২০৩৪ সালের বিশ্বকাপ সৌদি আরবের ৫টি শহরে অনুষ্ঠিত হবে। এগুলো হলো- রিয়াদ, জেদ্দা, খোবার, আবহা, এবং নিওম। সেইবারই, প্রথমবারের মতো ৪৮টি টিম নিয়ে ১৫টি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ ঘিরে সৌদি আরবে এক বিশেষ প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে কিং সালমান স্টেডিয়াম। এ বিশ্বকাপ সৌদি আরবের ভিশন ২০৩০-এর অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত, যা দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।

সৌদি আরব বর্তমানে বিশ্বের বিভিন্ন বৃহৎ স্পোর্টিং ইভেন্টে নিজেদের উপস্থিতি শক্তিশালী করছে। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের মূল উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিক স্পোর্টিং খ্যাতি বৃদ্ধির পাশাপাশি, দেশের অর্থনীতি এবং সাংস্কৃতিক প্রোফাইলকে আরও শক্তিশালী করা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]