25430

04/29/2025 বইছে মৃদু শৈত্যপ্রবাহ ॥ ৯ এর ঘরে তাপমাত্রা

বইছে মৃদু শৈত্যপ্রবাহ ॥ ৯ এর ঘরে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬

রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুইদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীতে জবুথবু হয়ে পড়েছে এই জনপদ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী দুইদিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

রাজশাহীর আবহাওয়া আরও দু’একদিন এমন থাকতে পারে।’ শনিবারও ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা একই পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। তীব্র শীতের কারণে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছেন সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখ। টানা শীত ও কুয়াশার কারণে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]