04/29/2025 সাকিব-তামিমের পর লিটনও নেই চ্যাম্পিয়নস ট্রফির দলে!
রাজ টাইমস ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫ ১৭:৫০
তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন। সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি।
তারও থাকা হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির দলে। এবার এই না থাকার দলে যোগ হলো লিটন কুমার দাসের নাম। রান খরায় তার নাম কাটা পড়েছে।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র লিটনের দলে না থাকার বিষয়ে নিশ্চিত করেছে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোনো সংস্করণেই রান পাননি তিনি।
এবারের বিপিএলে ৬ ম্যাচে করেছেন ১ ফিফটি। সবমিলিয়ে তার উপর আর ভরসা রাখতে পারছেন না নির্বাচকরা।