25908

04/29/2025 বিদেশিবিহীন রাজশাহীর টেনেটুনে একশ পার

বিদেশিবিহীন রাজশাহীর টেনেটুনে একশ পার

রাজটাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫ ২১:০০

বিপিএল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয়েছে তারা। কারণ পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশিদের নিয়ে মাঠে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি রাজশাহী।

টেবিল টপার রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে টেনেটুনে একশ পার করছে দলটি। খুশদিল-রাকিবুলদের ঘূর্ণিঝড় সামলে তারা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৯ উইকেটে ১১৯ রান।

দলের স্বীকৃত ব্যাটারদের মধ্যে এনামুল হক বিজয় (১৩), ইয়াসির আলী রাব্বি (৫), আকবর আলীরা (১৯) কেউই ইনিংসের হাল ধরতে পারেননি। টপ আর মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতার দিনে দলীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন ৯ নম্বরে নামা সানজামুল ইসলাম।

নিজেদের ঘূর্ণিজাদুতে রাজশাহীর ব্যাটারদের সাজঘরের পথ চিনিয়েছেন রংপুরের দুই স্পিনার খুশদিল শাহ এবং রাকিবুল হাসান। এর মধ্যে ৪ ওভার বল করে স্রেফ ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন খুশদিল। ২১ রানে দুই উইকেট ঝুলিতে যায় রাকিবুলের। দুই উইকেট পেয়েছেন স্লো মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিনও।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুরের জন্য ১২০ রানের লক্ষ্য মোটেও কঠিন হওয়ার কথা নয়। ওভারপ্রতি ৬ রান করে তুললেই হেসেখেলে লক্ষ্যে পৌঁছে যেতে পারবে নুরুল হাসান সোহানের দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]