2599

05/02/2025 কারামুক্ত সাংবাদিক কাজল

কারামুক্ত সাংবাদিক কাজল

রাজটাইমস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০ ২০:৪০

দীর্ঘ আটমাস কারাভোগ করার পর মুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি। 

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক। 

মনোরম পলক জানান, তার বাবা শফিকুল অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, ‘নিখোঁজ’ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মেলে গত ৩ মে। বেনাপোল থেকে গ্রেফতারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
 

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]