26005

09/23/2025 নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ

রাজটাইমস ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮

নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছেন ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি আরো জানান, হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের নাম।

এবার ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল বলে জানান কমিশন সচিব।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]