26023

04/29/2025 প্রথম দফায় ২০৫ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

প্রথম দফায় ২০৫ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

রাজটাইমস ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৬

অবৈধভাবে বসবাস করা ২০৫ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনাবাহিনীর বিমান।

মঙ্গলবার টেক্সাস থেকে উড়ে আসে বিমানটি।

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পঞ্জাব পুলিশকে। সেই অনুসারে আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে।

এর পর আমেরিকায় থাকা আরও অবৈধ ভারতীয়কে ক্রমে ক্রমে পাঠানো হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানে প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখা হয়েছে।

বুধবার দুপুর ১টা ৫৯ মিনিটে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন সেনা বিমানটি। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

এই অবৈধ ভারতীয়দের বেশির ভাগই ধরা পড়েছেন মেক্সিকো-আমেরিকা সীমান্তে। তবে ভারতে ফেরার পরে তাদের গ্রেফতার করা হবে না। কারণ তাদের বিরুদ্ধে এ দেশের আইন লঙ্ঘন করার কোনও অভিযোগ নেই।

একটি সূত্র বলছে, এই অবৈধবাসীরা আইনি পথেই ভারত ছেড়েছিলেন। পরে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। তাই তাদের এ দেশে গ্রেফতারের সম্ভাবনা নেই।

একটি সূত্র বলছে, পাসপোর্ট না থাকলে এই অবৈধ ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে। পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব মঙ্গলবার জানিয়েছিলেন, রাজ্য সরকার ওই অবৈধ ভারতীয়দের বিমানবন্দরে গ্রহণ করবে।

সেখানে তাদের সাহায্যের জন্য একটি কাউন্টারও খোলা হবে। এই অবৈধ ভারতীয়দের ফেরানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিংহ ঢালিওয়াল। এই নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

কুলদীপের দাবি, আমেরিকা সরকারের এই অবৈধ ভারতীয়দের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। কারণ ওই দেশের অর্থনীতিতে তাদের অবদান রয়েছে।

তাঁর আরও দাবি, অনেক ভারতীয়ই আমেরিকায় কাজ করার বৈধ অনুমতি (ওয়ার্কিং ভিসা) নিয়ে প্রবেশ করেছিলেন। পরে সেই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধবাসীতে পরিণত হয়েছেন।

এই আবহের মধ্যেই গত ২৭ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পরে আমেরিকার সংবাদমাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত ফেব্রুয়ারিতেই তার সঙ্গে দেখা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]