2603

10/13/2025 করোনায় ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত ৩২

করোনায় ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত ৩২

রাজটাইমস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০ ২১:৪২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে পাঁচজন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ছয়জন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে আরোগ্য হয়েছে আরও ৫২ জন করোনা রোগী। এর মধ্যে ৩৫ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ছয়জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে চারজন এবং পাবনায় ছয়জন সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্য মতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১৬৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৯২০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৫০ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]