26039

04/29/2025 আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

রাজটাইমস ডেস্ক

৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

এ নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক এবং ভিসা বিধিনিষেধ জারি করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে ট্রাম্প এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে, গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইল সে সময় তা অস্বীকার করে।

এছাড়া আইসিসি হামাসের একজন কমান্ডারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আইসিসি একই সময়ে হামাস ও ইসরাইলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে দেশ দু’টির মধ্যে ‘লজ্জাজনক নৈতিক সমতা’ তৈরি করেছে- এমন অভিযোগ বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি মেমোতে আনা হয়েছে।

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, আইসিসি যা করেছে তা বিপদজনক নজির হিসেবে থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]