26084

04/30/2025 অপারেশন ডেভিল হান্টসহ সারাদেশে গ্রেফতার ১৫২১

অপারেশন ডেভিল হান্টসহ সারাদেশে গ্রেফতার ১৫২১

রাজটাইমস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জন এবং অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভুক্ত ১১৭৮ জনসহ ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও যৌথ বাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযান চলাকালে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এরআগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, ডেভিল হান্ট অপারেশনে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্ট কার্তুজ, ৬টি ছুরি/তলোয়ার, কুড়াল একটি, ককটেল ১০টি, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]